ড্রাইসেল মূলত একটি প্রাইমারি কোষ, যা কখনোই রিচার্জ করা যায় না।মোবাইল ফোনে ব্যবহৃত ব্যাটারিটি বার বার রিচার্জ করার প্রয়োজন হয়।আর এজন্যই মোবাইল ফোনে ড্রাইসেল ব্যবহার করা হয় না।এর পরিবর্তে মোবাইল ফোনে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়।কারণ লিথিয়াম আয়নের ব্যাটারিটি বার বার রিচার্জেবল।