আধুনিক কালের ও পরবর্তী প্রজন্মের ব্যবহার উপযোগী শক্তি উৎপাদনের সেলকে ফুয়েল সেল বলে।এ আধুনিক সেলে জ্বালানি হিসাবে ইথানল ও মিথানল ব্যবহার করা হয়ে থাকে।ফুয়েল সেলে সরাসরি বিদ্যুৎ উৎপাদন করে তা বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা হয়ে থাকে।এ ধরণের সেলে হাইড্রোজেন বা অ্যালকোহল অণু জারিত হয় এবং ক্যাথোডে অক্সিজেন অণু বিজারিত হয়ে তা পানিতে পরিণত হয়। ফলে কোষে ইলেক্ট্রন অ্যানোড হতে ক্যাথোডে প্রবাহিত হয়ে থাকে।আর এর ফলে আমরা বিদ্যুৎ পেয়ে থাকি।